মনে পড়ে: কবির সুমন

মনে পড়ে-

পিছনে ফেলে আসা দিন, অধরা সময়

সেকাল, একালের কিছু কথা;

কিছু ঘটে যাওয়া ঘটনা

অতিথি বর্তমান সুখস্মৃতি রচনা।

মনে পড়ে-

জীবন প্রবাহের এই স্রোত

ভাসিয়ে নিয়ে চলে ইচ্ছে মতো,

প্রচন্ড ঘৃণা, মোহনীয় ভালোবাসায়

দোদুল্যমান আশা ভরসায়।

মনে পড়ে-

ছদ্মনামে আঁকা জলছবি

দিগন্ত ছোঁয়া উন্মুক্ত বিহঙ্গ,

প্রাপ্তিগুলো শঙ্খ চিলের ডানায়

দূরের পাহাড়, উপত্যকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *