মিহি বাতাসের সুরে মন ছুটে যায় দূরে
মন ছুটে যায় বেতস বনে আলতা রাঙ্গা পায়
মন পাখিরা উড়ে বেড়ায় মধুর গীতি গায়।
দুলতে থাকে হাওর দিঘি খাল ও লতাপাতা
দুলতে থাকে প্রিয় কবির কলম এবং খাতা।
হৃদ মহুয়ার দেশে নাচে ফুলপরীদের দল
নদী সাগর নেচে ওঠে দারুণ ছলাৎছল।
আকাশ পাড়ে ভাসতে থাকে সুখ ঝলমল দ্যুতি
একটুকরো ঐ চাঁদ মামাটা জানায় অনুভূতি।
মন ছুটে যায় মন ছুটে যায় মেঘেরা বলে কথা
বৃষ্টি হঠাৎ দেয় ভেঙ্গে দেয় গুমোট নিরবতা।
চারটা দিকে বয়ে চলে সুখ নামক এক বাও
গল্প গানে মাতোয়ারা স্বর্ণমাখা গাঁও।
ময়ূরপঙ্খি দোদুল দোলে হাসে শিশু মায়
ঘুঘুর ছানা মেলে ডানা ঘাসের আঙ্গিনায়।
মন ছুটে যায় মন ছুটে যায় কেবল জনশ্রুতি
তাই শুনে গো জানায় প্রীতি চাঁদ ও অরুণদ্যূতি।