পাকা ধানে মাঠ সেজেছে
গাইছে কৃষক গান,
লাউয়ের মাচায় ফিঙে নাচে
মন করে আনচান।
শীত আগমন সকাল বেলা
শ্বেত কুয়াশার জাল,
সরষে ফুলের হলদে বরণ
দেয় হেমন্তকাল।
মাঠে ঘাটে ঘাসের ঢগায়
শিশির কণা হাসে,
নবান্ন আর পিঠার মেলা
হেমন্ততে আসে।
শিউলি ছাতিম গন্ধ ছড়ায়
গাছে নতুন পাতা,
হলুদ গাঁদার ছড়া লিখে
খুকি ভরে খাতা।