728 x 90

হেমন্তের রূপ মাধুরী : জহিরুল হক বিদ্যুৎ

আধো আলো আধো ছায়ার মতো শীত ও গ্রীষ্মের মিশেল অনুভবে, রূপসী বাংলার এই সবুজ প্রান্তর ছুঁয়ে দেয় অপরূপ মাধুরীর হেমন্ত। হালকা কুয়াশার ধোঁয়াশা ভোরে লাল কুসুমের মতো হেসে ওঠে সূর্য; সেই হাসির ঝলকে ঝলমল করে ঘাসের বুকে টলমলে শিশিরবিন্দু। কৃষকের দুচোখে নতুন দিনের স্বপ্ন ঘরে ঘরে পিঠা-পায়েসের পড়ে ধুম নবান্নে বাউলগানের সুরে মাতে রাত গ্রামে

আধো আলো আধো ছায়ার মতো
শীত ও গ্রীষ্মের মিশেল অনুভবে,
রূপসী বাংলার এই সবুজ প্রান্তর
ছুঁয়ে দেয় অপরূপ মাধুরীর হেমন্ত।
হালকা কুয়াশার ধোঁয়াশা ভোরে
লাল কুসুমের মতো হেসে ওঠে সূর্য;
সেই হাসির ঝলকে ঝলমল করে
ঘাসের বুকে টলমলে শিশিরবিন্দু।
কৃষকের দুচোখে নতুন দিনের স্বপ্ন
ঘরে ঘরে পিঠা-পায়েসের পড়ে ধুম
নবান্নে বাউলগানের সুরে মাতে রাত
গ্রামে বসে মেলা, বসে নাগরদোলা।
গন্ধরাজ, কামিনী, মল্লিকার সৌরভ
আর অশোক, শিউলীর মায়া ছেড়ে
একদিন হেমন্ত ফিরে যায় নৈঃশব্দ্যে
বনভূমিতে ঝরাপাতার বিরহ সুর নিয়ে-

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising