সুপ্রভাত সিডনি রিপোর্ট : অযোধ্যায় ১৫২৮ সালে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। মুসলমান বিদ্বেষী ভারতীয় সরকার ঐতিহাসিক মসজিদটিকে ভেঙে ফেলার জন্য উঠে পরে লাগে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বানোয়াট রায়ের পর শুরু হয়েছিল রামমন্দির নির্মাণের কাজ। প্রায় ৫০০ বছরের পুরাতন মসজিদকে ভেঙে মন্দির বানানো একমাত্র সন্ত্রাসীরাই পারে। মুসলমান রাজা বাদশা সমগ্র ভারত শাসন করেছেন। মুসলমানেরা
সুপ্রভাত সিডনি রিপোর্ট : অযোধ্যায় ১৫২৮ সালে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। মুসলমান বিদ্বেষী ভারতীয় সরকার ঐতিহাসিক মসজিদটিকে ভেঙে ফেলার জন্য উঠে পরে লাগে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বানোয়াট রায়ের পর শুরু হয়েছিল রামমন্দির নির্মাণের কাজ। প্রায় ৫০০ বছরের পুরাতন মসজিদকে ভেঙে মন্দির বানানো একমাত্র সন্ত্রাসীরাই পারে।
মুসলমান রাজা বাদশা সমগ্র ভারত শাসন করেছেন। মুসলমানেরা হিন্দু, বৌদ্ধ , ক্রিষ্টানদের জান ও মালের নিশ্চয়তা দিয়েছিলেন -এটাই ইসলাম। মুসলমান বাদশারা ইচ্ছে করলে তৎকালীন সময়ে গোটা বিশ্ব থেকে হিন্দু ধর্মকে মুছে দিতে পারতেন। কিন্তু তা তারা করেননি। অথচ সন্ত্রাসী হিন্দু সরকার নিছক একটি বাহানায় এতো দিনের একটি পুরানো মসজিদ ভেঙে সেখানে মন্দির বানিয়েছে। ভারতের বাবরি মসজিদের নিচে কোন মন্দিরের অস্তিত্ব নেই বলে জানিয়েছে প্রত্মতত্ত্ববিদগন।
মুসলমান সমাজ এতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ভারত সরকার এহেন উগ্র ধর্মীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সমগ্র মুসলমান সমাজের কাছে ক্ষমা চাওয়া আজ সময়ের দাবী।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *