মুক্তি চাই: আসাদুজ্জামান খান মুকুল

উৎপীড়কের করুণ ধ্বনি

ভাসছে আজকে চতুর্পাশ,

কোথায় গিয়ে স্বস্তি মিলবে

পাচ্ছে না কেউ বাঁচার আশ!

খুন-ধর্ষণ আর রাহাজানি

বেড়ে চলছে নিত্যদিন,

মহাজনের সুদের ভারে

বিবশবুকে দুখের বীণ!

উচ্চশিক্ষায় শিক্ষিতেরা

পায়নি গিয়ে কোথাও কাজ,

বিপদগামী হচ্ছে তারা

জাতির মাথায় পড়ছে বাজ!

দ্রব্যমূল্যের ঊর্ধগতি

গরীব-দুখীর নেই যে সুখ,

চাষীর পণ্যের পায়নি মূল্য

কষ্টে ঝাঁঝরা-তাদের বুক!

ভেজালপণ্যে বাজার সয়লাব

খাঁটি পণ্য কোথাও নাই,

সব জোচ্চোরার কবল থেকে

আমরা যে আজ মুক্তি চাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *