সুপ্রভাত সিডনি রিপোর্ট: অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল জেনারেল ডিভিশনে মেডেল অব দ্য অর্ডার (OAM) অ্যাওয়ার্ড পেয়েছেন পঞ্চম প্রবাসী বাংলাদেশী কাউন্সিলর ড. সাবরিন ফারুকি। অস্ট্রেলিয়া ডে ২০২৪ অনার্স লিস্টে অর্ডার অব অস্ট্রেলিয়া জেনারেল ডিভিশন-এ সর্বমোট ৭৩৯ জন স্থান পেয়েছেন। মাল্টি-কালচারাল কমিউনিটিতে অবদান রাখায় ড. সাবরিন ফারুকি এ সম্মাননা পেয়েছেন। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ান অনার্স সিস্টেম চালু
সুপ্রভাত সিডনি রিপোর্ট: অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল জেনারেল ডিভিশনে মেডেল অব দ্য অর্ডার (OAM) অ্যাওয়ার্ড পেয়েছেন পঞ্চম প্রবাসী বাংলাদেশী কাউন্সিলর ড. সাবরিন ফারুকি। অস্ট্রেলিয়া ডে ২০২৪ অনার্স লিস্টে অর্ডার অব অস্ট্রেলিয়া জেনারেল ডিভিশন-এ সর্বমোট ৭৩৯ জন স্থান পেয়েছেন।
মাল্টি-কালচারাল কমিউনিটিতে অবদান রাখায় ড. সাবরিন ফারুকি এ সম্মাননা পেয়েছেন। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ান অনার্স সিস্টেম চালু হওয়ার পরে এ নিয়ে দ্বিতীয়বার জেনারেল ডিভিশনে পুরুষদের তুলনায় নারীরা বেশি স্বীকৃতি পেল। ড. সাবরিন ফারুকি প্রথম বাংলাদেশী অস্ট্রেলিয়ান নারী এই অ্যাওয়ার্ড পেলেন । এর আগে মাত্র ৪ জন বাংলাদেশী অস্ট্রেলিয়ান এই অ্যাওয়ার্ড পেয়েছেন। স্বেচ্ছাসেবার অংশ হিসেবে তিনি এখন একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (CDNI) পরিচালনা করছেন।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *