728 x 90

মায়ের ভাষা রক্ষার জন্য দেশ থেকে দেশান্তর

  ব্যাংক অব আইডিয়াস ইউকে : মায়ের ভাষা মধুর ভাষা। হৃদয়ের সব অনুভূতি মায়ের ভাষায় প্রকাশ করার রয়েছে অমৃত তৃপ্তি। দেশে থাকতে মায়ের ভাষাকে যতটা না মানুষ অনুভব করে, তার চেয়ে হাজারো গুণ বেশি অনুভব করে সে, তার প্রবাস জীবনে। প্রবাসে প্রথম জেনারেশনের জন্য মায়ের ভাষা যত সাবলীল ভাবে চর্চা করা সম্ভব, তেমন করে দ্বিতীয় জেনারেশনের

 

ব্যাংক অব আইডিয়াস ইউকে : মায়ের ভাষা মধুর ভাষা। হৃদয়ের সব অনুভূতি মায়ের ভাষায় প্রকাশ করার রয়েছে অমৃত তৃপ্তি। দেশে থাকতে মায়ের ভাষাকে যতটা না মানুষ অনুভব করে, তার চেয়ে হাজারো গুণ বেশি অনুভব করে সে, তার প্রবাস জীবনে। প্রবাসে প্রথম জেনারেশনের জন্য মায়ের ভাষা যত সাবলীল ভাবে চর্চা করা সম্ভব, তেমন করে দ্বিতীয় জেনারেশনের পক্ষে চর্চা করা সম্ভব হয় না। তাদের পিতামাতার জন্য দেশটি প্রবাস কিন্তু ঐ দেশে জন্ম নেয়া শিশুর জন্য ওই একই দেশটি হল শিশুর জন্মস্থান । সুতরাং স্বাভাবিকভাবেই দ্বিতীয় জেনারেশনের জন্য বাংলা, মায়ের ভাষা হলেও জন্ম নেয়া দেশের ভাষাই যেন প্রধান ভাষা হয়ে যায়; সাবলীল ও সহজভাবে ওই দেশের সবার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য ঐ দেশটির ভাষা ব্যবহার করা হয়। মা-বাবা ও নিজের বাসা ব্যতিত যেহেতু শিশুর বাংলা ভাষা চর্চার সুযোগ নেই, তাই মা বাবাকে খুব যত্ন করে সন্তানদের বাসায় বাংলা শিখতে অনুপ্রাণিত করতে হয় ও সবসময় বলতে উৎসাহিত করতে হয়।

সমগ্র পৃথিবীতে ২০২৩ সাল পর্যন্ত মোট ৭১১৭ টি মাতৃভাষা রয়েছে। পরিসংখ্যানের হিসাব মতে, দেখা গেছে প্রতি চল্লিশ দিনে একটি ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধু মাত্র মায়ের ভাষা চর্চা না করার জন্য। বিশেষজ্ঞদের ধারণা মতে, এক বছরে নয়টি ভাষা পৃথিবী থেকে হারিয়ে যায় চিরতরের জন্য।ইউকের স্বেচ্ছাসেবী ও সামাজিক প্রতিষ্ঠান ব্যাংক অব আইডিয়াসের কাছে এটা যেন আতকে ওঠা বা শিউরে ওঠার মতো বিষয়! তাই ব্যাংক অব আইডিয়া মাতৃভাষা রক্ষায় বাংলাদেশীসহ বহুজাতিক পিতা মাতা- অভিভাবকের সচেতনতা ও অনুপ্রেরণা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিগত দশ বছরের বেশি সময় ধরে। লন্ডন শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি, স্কুল, লাইব্রেরি, কমিউনিটি প্রতিষ্ঠান, গ্রুপ গুলোতে ফ্রি কর্মশালা প্রদানের মধ্য দিয়ে; যেখানে বহুজাতিক পিতা-মাতা ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মায়ের ভাষা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করে। এছাড়া অনলাইনে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি মায়েদের জন্য ফ্রি কর্মশালার আয়োজন করে আসছে।

 

সারা বছর বিভিন্ন কর্মকাণ্ড থাকলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যাংক অব আইডিয়াসের থাকে বিশেষ উদ্যোগ। সেই ধারাবাহিকতায় এবছর ২০২৪ এর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যাংক অফ আইডিয়াস ২০২৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে সশরীরে উপস্থিত হয়ে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী মায়েদেরকে ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ প্রদান করেন ওয়ান টু ওয়ান এবং গ্রুপে। পাশাপাশি প্রত্যেক দেশের বিখ্যাত দর্শনীয় স্থানে গিয়ে দর্শনার্থীদের মায়ের ভাষা রক্ষা করার জন্য সচেতনতা ও অনুপ্রেরণা প্রদান করেন। ২০১৯ সালে, ব্যাংক অব আইডিয়াস থেকে ইংরেজিতে প্রকাশিত হয় বাংলাদেশীসহ বহুজাতিক বাবা মার জন্য মায়ের ভাষা রক্ষার অনুপ্রেরণা ও সন্তানদের মায়ের ভাষা শিখানোর দিক নির্দেশনামূলক বই “মাইন্ড ইওর মাদার টাং!” আগত দর্শনার্থীদের সাথে আন্তরিকতার সহিত বইয়ের বিষয়বস্তু তুলে ধরেন। অনলাইনে ফ্রিতে কর্মশালায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও বহু জাতি ভাষাভাষী দর্শনার্থীরা তাদের মায়ের ভাষা রক্ষা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, তার মতামত নেয়া হয়।

এছাড়াও ব্যাংক অব আইডিয়াস তার অন্যান্য সেবা গুলো, যেমন: ইয়ুথ ক্যারিয়ার মেন্টরিং, উইমেন এমপাওয়ারমেন্ট ও মানসিক স্বাস্থ্যের সহযোগিতার সেশন গুলি ফ্রী তে প্রদান করেন, ওয়ান টু ওয়ান ও গ্রুপের মাধ্যমে। এ পর্যন্ত গত এক বছরে ব্যাঙ্ক অফ আইডিয়াস ইউ এ ই, টার্কি, ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন, ডেনমার্ক এবং গ্রিসে ফিজিক্যালি উপস্থিত থেকে সেশন প্রদান করে। অংশগ্রহণকারী মা ও কিশোর কিশোরীরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ব্যাংক অফ আইডিয়াসের এমন মহান ও উদার  উদ্যোগ ও অবদানকে সাধুবাদ জানায়।ব্যাঙ্ক অফ আইডিয়াসের প্রতিষ্ঠাতা তানজিলা জামান স্বপ্ন দেখেন সমগ্র বিশ্বে অবস্থানরত আড়াইশো মিলিয়নের বেশি বহু ভাষাভাষী ইমিগ্র্যান্টদের মায়ের ভাষা রক্ষায় অনুপ্রাণিত করতে পারবেন ইনশাআল্লাহ। তিনি ছোট বড় সকল ফ্রী কর্মশালার মধ্য দিয়ে ক্রমাগত সচেতনতা বৃদ্ধি করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ!

আসলে কাজটা যথেষ্ট কষ্টকর কারণ, প্রবাস জীবনে পেশাদায়িত্ব, সংসার ও সন্তানের পাশাপাশি ব্যাক্তিগত অর্থায়নসহ স্বেচ্ছাসেবক হয়ে বছরের পর বছর দীর্ঘমেয়াদি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়া সাধারণত অসম্ভব ! আর সেই কাজটি কোচ তানজিলা এক দশকের মতো করে যাচ্ছেন। এ যেন সমাজ উয়ন্ননে তার গভীর মমত্ববোধ, ভালোবাসা, উদারতার আর ধৈর্যের প্রতিবিম্ব। আরেকটি বিষয় অনুধাবনের, তা হলো  ” প্রবল মানসিক শক্তি”! যা তার আছে বলেই, এই দূর পরবাসে এমন চ্যালেঞ্জিং একটা উদ্যোগকে তিনি ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছেন ! বিভিন্ন দেশে সেশন দেয়ার জন্য যখন বিভিন্ন প্রতিষ্ঠান, গ্রুপ বা ব্যাক্তির সাথে যোগাযোগ করেন, তখন অধিকাংশ সময় তারা রেসপন্স করেন না, এমন কি, পুরো উদ্যোগের বিষয় জানার পরও তারা একটা মেসেজর রিপ্লাই দেন না ! এতে তিনি মাঝে মাঝে বেশ ব্যাথিত হন কিন্তু মুর্ছে জাননা। কারণ কিছু অসাধারণ মানুষ তাকে এমন ভাবে সম্মান করেন, তার উদ্যোগকে সাধুবাদ জানান, যা সত্যিই তার হৃদয়কে ছুঁয়ে যায় ! প্রবাসী শ্রদ্ধাভাজন কিছু সম্মানিত ব্যাক্তির স্নেহে ও ভালোবাসায় তানজিলা আপ্লুত হন, আবার ছুটে চলেন এক দেশ থেকে আরেক দেশে!

ইউকে থেকে অন্য একটা দেশে যাওয়া পর্যন্ত পুরো জার্নিটা কিন্তু সৃজনশীল ও অনুপ্রেরণার।এই যেমন বাসা থেকে ট্রেনে এয়ারপোর্ট এ পৌঁছানোর যাত্রার সময়, ট্রেনে কেউ বইয়ের কভার দেখলো, আবার এয়ারপোর্ট এ হাজারো মানুষ বইটার কভার দেখলো, প্লেন এ উঠার পর পাশের সিটের মানুষসহ আরো অনেক মানুষ দেখলো, প্লেন ল্যান্ড করার পর অন্য দেশের ইমিগ্র্যাশন/ কাস্টম ও ব্যাগ ক্লেমর স্থানে যারা ছিল তারা দেখলো, আবার ট্রেন/বাস ওঠার পর মানুষরা দেখলো, তারপর বিখ্যাত টুরিস্ট স্পটের মানুষ গুলো দেখল।

 

 

এমন করে হাজারো মানুষ বইয়ের জাস্ট কভারে MIND YOUR MOTHER TONGUE লেখাটা একবারের জন্য হলেও দেখামাত্রই তার নিজের মা ও মায়ের ভাষার প্রতি একটা মায়া অনুভব করবে ! আর মায়ের ভাষা রক্ষার জন্য মনের ভেতরে ব্যাকুলতা অনুভব করবে ও মায়ের ভাষা রক্ষার জন্য অনুপ্রাণিত হবে। এই বিশেষ অনুভূতি তৈরি হওয়ার কথা ভাবতেই তানজিলার আনন্দে মনটা ভরে যায়! এতটুকুন অর্জন বা জীবনে কম কিসের ! এই ছোট ছোট স্বপ্ন একদিন বড়ো স্বপ্নকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ ! একমাত্র আমরাই বাঙালি জাতি, যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছে। আর আমরা তার উত্তরসুরি হয়ে এতটুকু তো চেষ্টা করতে পারি, হোক না কিছুটা কষ্টকর ! আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে যদি একটু হলেও এই বার্তা পৌঁছায়, বহুভাষাভাষী মাতাপিতারা তাদের মায়ের ভাষা রক্ষায় অনুপ্রাণিতত হয়ে তাদের সন্তানদের মায়ের ভাষা শিখায়; তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে !

তিনি মনে করেন, সকলের সহযোগিতায় তার এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। তাই তিনি, বিশ্বের বাংলাদেশীসহ বহুজাতিক ভাষাভাষী পিতা-মাতা কে ব্যাঙ্ক অফ আইডিয়াস এর ফ্রী কর্মশালায় অংশগ্রহণ করে, নিজের সন্তানকে মায়ের ভাষা শেখার প্রতি অনুপ্রাণিত করে মায়ের ভাষা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে আমন্ত্রণ জানানো হচ্ছে ।এছাড়া বিভিন্ন প্রবাসি সামাজিক প্রতিষ্ঠান, গ্রুপ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অনলাইনে ফ্রি কর্মশালায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছেন।কারণ সাধারণত দেখা যায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও গ্রুপগুলো তাদের মেম্বারদের জন্য বিভিন্ন রকম বিনোদনধর্মী আয়োজন করে থাকে। সুতরাং প্রতিষ্ঠানগুলি মায়ের ভাষা রক্ষায় ব্যাঙ্ক অফ আইডিয়াসের সাথে একাত্ম হয়ে মায়ের ভাষা রক্ষায় অবদান রাখতে সক্ষম হবেন।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে এই ফ্রী কর্মশালায় অংশগ্রহণ করতে,ইমেইল করুন : bankofideasuk@gmail.com

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলাদেশী পত্রিকা সুপ্রভাত সিডনি ও সকল বাংলাদেশিদের পক্ষ থেকে তানজিলা জামানের জন্য রইল অনেক শুভ কামনা।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising