সুপ্রভাত সিডনি রিপোর্ট: মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কম্যুনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ৩ মার্চ (রবিবার) ২০২৪ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড, বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সুপ্রভাত সিডনি রিপোর্ট: মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কম্যুনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ৩ মার্চ (রবিবার) ২০২৪ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় মোরল্যান্ড সিটি কাউন্সিলের সন্মানিত কাউন্সিলর স্যু বোল্টন। এছাড়া বক্তব্য রাখেন লেবার পাটির নেতা হাসান গুল।
স্কুলের শিক্ষার্থী আলীনা হকের কোরআন তেলাওয়াতের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কম্যুনিটি ফাউন্ডেসনের সভাপতি ড. মোল্লা মো. রাশিদুল হক। এর পর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। যার দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষক মিতা পারভীন এবং নাসিমা খান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর মোল্লা।
এরপর শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণ করেন স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ- ওয়ার্ড, কাউন্সিলর স্যু বোল্টন এবং লেবার পার্টির নেতা হাসান গুল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হয় জাফিরা, দ্বিতীয় হয় সাঈদ, ও তৃতীয় হয় শোয়াইব। মধ্যম বয়সীদের মধ্যে প্রথম হয় আলীনা হক, দ্বিতীয় হয় মানিভা মাহবুব ও তৃতীয় হয় মাসরুর এবং বড়দের মধ্যে প্রথম হয় ওফিকাহ, দ্বিতীয় হয় নাজারি, এবং তৃতীয় হয় সাদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট ও বিভিন্ন পুরস্কার দেয়া হয়।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলিত জাতীয় সঙ্গীত ও অমর একুশের গান গেয়ে শোনায় মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ছড়া ও কবিতা আবৃত্তি করে ও গান গেয়ে শোনায় মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ড. মোল্লা মো. রাশিদুল হক।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *