কথায় কথায় বাংলিশ বলা
ধরো আবার পশ্চিমাদের নোংরা বেশ,
তুমি আবার কেমন বাঙালি
বাংলাদেশের ঐতিহ্যকে করো শেষ?
বাংলা ভাষার আন্দোলনের
ইতিহাসটা তুমি গেছ কি ভুলে?
কতজনে দিল জীবন
ইতিহাসের পাতা দেখ না খুলে!
বাংলায় কথা, বাংলিশে নয়
থাকে যেন মাতৃভাষার প্রতি টান,
পশ্চিমাদের বেশ ধরে কেউ
চলো না আর রেখ কিন্তু বাংলার মান।