ইতিহাস জানো কি পৃথিবীর কথা
কেন হলো বাংলার মহান স্বাধীনতা?
পরাধীন বাঙালির কিবা ছিল দোষ
নিরীহ জনতার প্রতি কেন এত রোষ?
পশ্চিম পাকিস্তানির তীব্র রোষানলে
বার কোটি বাঙালির চোখের জলে।
ত্রিশ লক্ষ মানুষের জীবন হলো বলি
বাঙালির রাজটিকা পায়ে দিল দলি?
আজও দেখি, নদীতে রক্তের ঢেউ
ইতিহাসবিদ এ কথা লিখেছো কেউ?
সবুজ বনে আজও, অশরীরীর কান্না
যারা ছিল বাংলার হীরা মানিক পান্না!
পৃথিবীর বুকে সেদিন বারুদের ঘটা
পুলকিত জ্যোৎস্নায় কালিমার ছটা!
তারই মাঝে দীপ্যমান প্রভাতের রবি
নিপুণ হাতে আঁকা যেন বাংলার ছবি!