নষ্টতার চাষাবাদ: এম এ ওয়াজেদ

অনেকদিন হলো পৃথিবীর আকাশে আলো দেখিনা

অন্ধকারের পথ বেয়ে

কানে ভেসে আসে ধ্বংসের চিৎকার

রক্তের উল্লাস আর্তনাদের ব্যথিত আহাজারি

হিংস্র হায়েনার মুখচ্ছবি।

অবৈধ যুদ্ধের উত্তপ্ত দহনে

পুড়ে যায় সভ্যতার বুনিয়াদি গন্তব্য

হিটলার মুসোলিনী স্ট্যালিনের অশুভ প্রেতাত্মা

সতত নৃত্যরত

শান্তিবাদের বিশুদ্ধ পাপড়িগুলো কাঁদছে আর

টেবিলের ফাইল ডাউনলোড করে অসভ্য বুনোহাঁস।

হঠাৎ বেখেয়ালে ভুল ডিভাইসে হাত দিয়ে

ইন্সটল করি সভ্যতার আমলনামা

ওপেন অপশন অন করি

দেখতে পাই বীভৎসতার রাশি রাশি অন্ধকার

পাশ দিয়ে দ্রুত বেগে হেঁটে যায় হর্ষোল্লাসিত ইবলিস।

সংগঠনের হাল খতিয়ান তালাশ করি

বিস্মিত হই আর ভাবতে থাকি

শোষণের পৃষ্ঠাগুলো কী অদ্ভুত ঢঙে সাজানো।

অনেক দিন ধরে হৃদয়ের ডেকচিতে

সূর্যের তাপগুলো জমা রেখেছি

নষ্টতার চাষাবাদ পোড়াব বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *