অতলে বিস্মৃত স্মৃতি জেগে পুঞ্জীভূত হয়
বিভৎস স্বরুপে পদার্পণে জাগে মনে ভয়।
ঘুমহীন রক্তিম লোচনে প্রভঞ্জনের আভাস
তিক্ত হৃদয়ের অচেনা গলিপথে কষ্টের বাস।
দৈবাদেশেও মুক্তির স্বাদ সে অলীক কল্পনা
সীমাহীন যন্ত্রণা এঁকে যায় কষ্টের আলপনা।
ছন্দহারা গদ্যময় জীবনে আঁধারের হাতছানি
কিঞ্চিৎ আলোক রশ্মিতেও মন্দের উস্কানি।