একুশ তুমি লাল কেন
রক্তজবার মতো,
একুশ তুমি নীল কেন
বেদনা মন ক্ষত।
একুশ তুমি কালোমেঘ
ফোঁটা ফোঁটা বৃষ্টি,
একুশ তুমি নীল আকাশ
চাঁদ তারার সৃষ্টি।
একুশ তুমি হলুদ গাঁদা
শীতের সরষে ফুল,
একুশ তুমি রক্তে ভাসা
পদ্মা নদীর কূল।
একুশ তুমি আলোর খুঁজে
মুক্ত পাখির নীড়,
একুশ তুমি শহীদ মিনারে
লক্ষ জনতার ভীড়।
একুশ তুমি ফুলে ফুলে
প্রজাপতির মেলা,
একুশ তুমি দূর আকাশে
লাটাই ঘুড়ি খেলা।
একুশ তুমি শিল্পীর কণ্ঠে
রক্তে রাঙানো গান,
একুশ তুমি ফিরে পাওয়া
বাংলা ভাষার পান।
একুশ তুমি বায়ান্ন ভাষার
বর্ণমালার সেই ছবি,
একুশ তুমি স্বাধীন বাংলার
আলো ভরা রবি।
একুশ তুমি কবির লেখা
গল্প কবিতা ছড়া,
একুশ তুমি পাঠ্য বইয়ের
বাংলা ভাষার পড়া।
একুশ তুমি হৃদয় মাঝে
তোমায় ভুলতে পারি!
একুশ তুমি মাতৃভাষার
অমর ফেব্রুয়ারি।