বাবার হাতের কলমখানি
ভেঙে গেছে ভাই,
কলম কেনার মতো টাকা
বাবার কাছে নাই।
বাবার কষ্ট দেখে আমি
হাটে ছুটে যাই,
হাটে গিয়ে ভাবছি টাকা
কার কাছেতে চাই?
ইচ্ছে করে ভিক্ষুক সেজে
পেতে দিলাম হাত,
বাপের জন্য হাত পেতেছি
যাবে কি কুলজাত?
ভিক্ষা করে হিসাব করছি
টাকা শত নয়,
বাবার খুশির জন্য আমি
বিশ্ব করবো জয়।
কলম নিয়ে এসে বলি
বাবা তুমি কই,
তাড়াতাড়ি আসো বাবা
নিয়ে তোমার বই।