রিমি মিনি যাবে বইমেলায়
কিনবে তারা বই,
পাশের বাসার মিমি কাঁদছে
সে যাবে কই?
মিমির মনটা খুব খারাপ
নেই যে টাকা বাবার,
কেমনে যাবে বইয়ের মেলায়
হাত ধরে বাবার।
টাকা আছে যার আকাশ তার
টাকা নাই দুঃখ রয়,
অনেক সময় টাকা সুখ
আবার দুঃখ বয়।
রিমি মিনি যাবে বইমেলায়
কিনবে তারা বই,
পাশের বাসার মিমি কাঁদছে
সে যাবে কই?
মিমির মনটা খুব খারাপ
নেই যে টাকা বাবার,
কেমনে যাবে বইয়ের মেলায়
হাত ধরে বাবার।
টাকা আছে যার আকাশ তার
টাকা নাই দুঃখ রয়,
অনেক সময় টাকা সুখ
আবার দুঃখ বয়।