নির্জনতার জানালা দিয়ে মাঝে মাঝে
উড়ে আসে রাশি রাশি শূন্যতা,
নীরবে অলীক সুখে হাসে গোলাপি দুটি ঠোঁট।
এলোপাতাড়ি চুল দক্ষিণা হাওয়ায় গা ভাসায়।
মন উড়ে যায় মেঘের ভাজে ভাজে
ডানা ভাসিয়ে শূন্যতায় সাঁতার কাটি,
স্বপ্নেরা গুমরে কেঁদে মরে আতুর ঘরে।
আসতে চায় শূন্য নীড়ে বাড়াতে দুখ,
আমি বলি শূন্যতায় খুঁজে পাই অলীক সুখ।