বউ কথা কও পাখি ডাকে মায়াবিনী সুরে
কোকিল ডাকে কুহু কুহু কোকিলা যে দূরে।
শীতের শুষ্কতা কেটে যে এলো ফিরে ফাল্গুন
উদাস দুপুরে বাঁশির সুর মনে লাগে আগুন।
শিমুল পলাশ ফুটে বনে কৃষ্ণচূড়া যেন হাসে
ফুলে ফুলে বসন্ত এলো মৌমাছিরা আসে।
বাতায়নে বসে সখি গায় ফাগুনের গান
ঝরা গাছে নতুন কুড়িঁ পায় যে ফিরে পান।
রোদ্দুর মাঠে কৃষক কাটে সোনালি পাকা ধান
পাল ছেঁড়া নৌকা মাঝি গায় বসন্তের গান।