মিষ্টি রোদ্দুর মুচকি হেসে হেসে বলছে
তোমরা চেয়ে দেখো নির্লজ্জের মতো,
কেমন করে ফুলগুলো নৃত্য করছে
কলঙ্কিত বাতাসের ছোঁয়ায়
ওদের শরম লজ্জা বলতে কিছু নেই।
আমি যখন ছুঁতে যাই ফুলগুলো
লজ্জায় তখন মুখ নিচের দিকে রাখে
মনে হয় এ যেনো সতীত্বের আঁচল,
আসলে তার কাছে কিছুই নেই
ভাব দেখিয়ে ভাবনায় ফেলতে চায়।
বৃষ্টির পানির ছোঁয়া লাগলে চমকে উঠে
ফুলগুলো মনে করে গা থেকে চিরতরে,
পাপ ঝরে পড়ছে কাদা মাটির বুকে
আর বাতাসে শুকাবে তার তুলতুলে গা
নিজেকে রাঙাবে আরেক আঙ্গিনায়।
ফুল তুমি এক ছলনাময়ী নারীর মতো
তোমাকে যতবার বিশ্বাস করেছি
তুমি ততবার আমাকে আঘাত করেছো
তোমার গায়ে থাকা রাক্ষসি কাঁটা দিয়ে,
বলো কেমন করে সে ব্যথা আমি ভুলব।