ঘনঘোর মেঘে উদ্ধত বেগে কালিমাখা এই মন উন্মাদ বেশে চলছে যে হেঁসে অসীম গহীন বন, গুল বাগিচায় নীদ ঘোরে সাঁই রয়েছি অধম একা এত কাছে তার থেকে যে আমার হয়নি কখনো দেখা। পেতে তার দেখা কেঁদেছি যে একা পুড়েছি ভীষণ দাহে সেই যাতনায় হয়েছে বৃথায় নিছক সমর তাহে, সূত্র হারায় ধ্রুব তারায় দুর্গম পথ পড়ে
ঘনঘোর মেঘে উদ্ধত বেগে কালিমাখা এই মন
উন্মাদ বেশে চলছে যে হেঁসে অসীম গহীন বন,
গুল বাগিচায় নীদ ঘোরে সাঁই রয়েছি অধম একা
এত কাছে তার থেকে যে আমার হয়নি কখনো দেখা।
পেতে তার দেখা কেঁদেছি যে একা পুড়েছি ভীষণ দাহে
সেই যাতনায় হয়েছে বৃথায় নিছক সমর তাহে,
সূত্র হারায় ধ্রুব তারায় দুর্গম পথ পড়ে
সখ্যতা ভুলে দিয়েছ শুধুই ভৎসনা ব্যথা ভরে।
দয়া করো প্রভু অভাগা অধমে নিষ্কৃতি চাই যেনো,
সইতে পারিনা এমন যাতনা ক্ষমা করো পাপ হেন।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *