দুখি রানীর দুঃখ ছিল
আকাশ ছোঁয়া ছোঁয়া,
কষ্ট যে ছিল পাহাড় সমান
ঢাকা কালো ধোঁয়া।
দুখি রানীর কষ্ট দেখে
পাথর ক্ষয়ে যায়,
মানব হৃদয় চায়না ফিরে
আঘাত করে যায়।
দুখি রানীর চোখের পানি
মরু হয়ে যায়,
পাথর হৃদয় কাঁদে না
হেসে উড়িয়ে দেয়।
দুখি রানীর দুঃখ ছিল
আকাশ ছোঁয়া ছোঁয়া,
কষ্ট যে ছিল পাহাড় সমান
ঢাকা কালো ধোঁয়া।
দুখি রানীর কষ্ট দেখে
পাথর ক্ষয়ে যায়,
মানব হৃদয় চায়না ফিরে
আঘাত করে যায়।
দুখি রানীর চোখের পানি
মরু হয়ে যায়,
পাথর হৃদয় কাঁদে না
হেসে উড়িয়ে দেয়।