১.
মাতৃভূমি
আমাদের বিহান বেলার দাসত্বে
আদিত্য ক্ষয়ে যাচ্ছে
আর আমাদের পদক্ষেপের তমসায়
আমাদের ঊর্ধ্বশ্বাস দগ্ধিত হচ্ছে
এই অপূর্ণ মাতৃভূমিতে
আমরা নিজেদেরকে মনে করিনা
যুদ্ধবন্দির থেকে বেশী কিছু।
২.
শৈশব
তিনটি ক্ষুদ্র স্বপ্ন
একাকী রাতে অতিক্রম করা
একটি আবাসের খোঁজ করা
যে সময়ে শেলগুলো
বিচূর্ণ করে শিশুদের হৃদ।
ইবরাহিম নাসরাল্লাহ একজন ফিলিস্তিনি কবি, উপন্যাস-রচয়িতা, অধ্যাপক, সম্পাদক, সমাজসেবক, পর্বাতোরোহী, চিত্রকর ও চিত্রগ্রাহক। তিনি ১৯৫৪ সালে জর্দানের আম্মানে জন্মগ্রহণ করেন। নাসরাল্লাহ তার সৃজনে সাহিত্য কাননকে ভরিয়ে দিয়েছেন। তার এ পর্যন্ত ১৪টি কাব্যগ্রন্থ, ১৩টি উপন্যাস এবং দু’টো শিশুতোষ গ্রন্থ প্রকাশ হয়েছে।
ভূমিকা ও ভাষান্তরঃ মীম মিজান