728 x 90

সিডনিতে Punch turbo Cricket League ঈদ ক্রিকেট

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১৩ এপ্রিল ২০২৪ শনিবার সিডনির পাঞ্চবল পার্কে এক নক আউট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ আয়োজনটি সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করে পাঁচবল টার্বো ক্রিকেট লিগের আয়োজকরা। শনিবার সকাল ১০৩০ মিনিট থেকে খেলা শুরু হয় এবং সর্বমোট আটটি দল এতে অংশ নেয়। দলগুলো হচ্ছে Octate Knights , Team Sicho ,

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১৩ এপ্রিল ২০২৪ শনিবার সিডনির পাঞ্চবল পার্কে এক নক আউট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ আয়োজনটি সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করে পাঁচবল টার্বো ক্রিকেট লিগের আয়োজকরা। শনিবার সকাল ১০৩০ মিনিট থেকে খেলা শুরু হয় এবং সর্বমোট আটটি দল এতে অংশ নেয়। দলগুলো হচ্ছে Octate Knights , Team Sicho , OG Strikers , Oshan’s Warriors , Moves International , SF Sports ,  Greenacre G.O.A.T.s , Sydney Bengal Tigers.

 

 

 

প্রতিটি খেলোয়াড় বাংলাদেশী বংশোভূত, কেউ পড়াশুনা করছে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে, কেউ পড়াশুনা শেষ করে নিজের পছন্দমতো কর্মজীবন নিয়ে ব্যস্ত। অস্ট্রেলিয়ার যান্ত্রিক এ ব্যস্ততার ভিতর কিছুটা আনন্দ, উচ্ছাস ভাগাভাগি করে নিতে এ আয়োজন। আয়োজকরা বয়সে সবাই তরুণ,  যুবক এবং উদ্যমী বাংলাদেশী অস্ট্রেলিয়ান। সম্পূর্ণ অরাজনৈতিক এবং তথাকথিত নেতা বর্জিত একটি পরিছন্ন সংগঠন Punch turbo Cricket League.

 

 

টেপ-বল ক্রিকেটকে প্রাত্যহিক ব্যায়াম এবং কমিউনিটির অংশগ্রহণের মাধ্যম হিসেবে পাঞ্চ-টার্বো ক্রিকেট লিগের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।খরচ কম  এবং “এটা নিজেরাই করি” পন্থা অবলম্বন করার জন্য সংগঠনের প্রতিশ্রুতি আর্থিক সীমাবদ্ধতা নির্বিশেষে ক্রিকেটকে সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য তাদের নিষ্ঠার পরিচয় জুড়ি নেই। সিডনির বাংলাদেশি-অস্ট্রেলীয় কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব  ও বন্ধুত্বের অনুভূতি জাগিয়ে তোলার ক্ষেত্রে এই অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্ট  বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টগুলো  শুধুমাত্র খেলাধুলার প্রতিভা এবং আবেগ প্রদর্শন করে তা নয়  বরং সামাজিক বন্ধনকে সামাজিকীকরণ এবং শক্তিশালী করার উপলক্ষ হিসেবেও কাজ করে। তদুপরি Facebook এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান টেপ-বল ক্রিকেট কমিউনিটি তৈরি করা একটি উজ্জ্বল উদ্যোগ যা সদস্যদের সংযোগ করতে, অভিজ্ঞতা শেয়ার করতে এবং আসন্ন ইভেন্টগুলিতে আপডেট থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অনলাইন প্ল্যাটফর্মটি শুধুমাত্র কমিউনিটির বোধকে উন্নত করে না বরং ব্যক্তি বিশেষের  ক্রিকেটের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করার এবং সমমনা সমবয়সীদের সাথে যুক্ত হওয়ার জন্য একটি ভূমিকা রাখে।

 

সংগঠনের সোশ্যাল মিডিয়ার পেইজ গুলো দেখুন

দেখুন

ওয়াটস্যাপে যুক্ত হতে পারেন

সামগ্রিকভাবে, পাঞ্চ টার্বো ক্রিকেট লিগের প্রচেষ্টায়  টেপ-বল ক্রিকেটকে একটি শারীরিক কসরত এবং কমিউনিটির সুস্থ ধারার একটি প্লাট ফর্ম হিসাবে দাঁড় করতে সক্ষম হয়েছে, যা সিডনির অনেক ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

 

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত  একমাত্র বাংলাদেশ কমিউনিটির সংবাদপত্র “সুপ্রভাত সিডনি” মিডিয়া গ্রূপ ঈদ কাপের মিডিয়া পার্টনার হিসেবে অংশ গ্রহণ করেছে । রঙিন জার্সিতে সুপ্রভাত সিডনি এবং এসএস টিভি অস্ট্রেলিয়ার লোগো সম্বলিত ডিজাইন সত্যি প্রশংসনীয়। আয়োজকদের সমগ্র আয়োজন ছিল দারুন উপভোগ্য।

 

 

 

আট ওভার ম্যাচের প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় ছিল। বিকেল ৩ টায় চূড়ান্ত খেলা শুরু হয় টান টান উত্তেজনার ভিতর। অবশেষে Octate Knights দলটি রানার্স আপ এবং Sydney Bengal Tigers দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। Sydney Bengal Tigers এর ক্যাপ্টেন নাজমুল এবং আরাফাত চাম্পিয়ন শীল্ড গ্রহণ করেন প্রধান অতিথি ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদের হাত থেকে।

 

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম রানার্স আপ Octate Knights বিজয়ীর হাতে পুরুস্কার তুলে দেন।

 

প্রসঙ্গত : সুপ্রভাত সিডনি মিডিয়া গ্রূপ Punch turbo Cricket League এর একমাত্র মিডিয়া পার্টনার। শুরু থেকেই সুপ্রভাত সিডনি মিডিয়া গ্রূপ মিডিয়া পার্টনার বেছে নেন অনেক যত্ন,সচেতন  ও সতর্কতার সাথে। যে কারো সাথে, যেকোন সময়, যে কোন স্থানে যেয়ে সুপ্রভাত সিডনি মিডিয়া গ্রূপ নিজেদের গড়া ১৬ বছরের দীর্ঘদিনের খ্যাতি বা সুনাম নষ্ট করতে রাজি নয়।

প্রথম সেরা খেলোয়াড় হিসেবে Sydney Bengal Tigers এর খেলোয়াড় আরাফাত, দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে Octate Knights এর খেলোয়াড় সোহাগ, তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে  Sydney Bengal Tigers এর খেলোয়াড় নাজমুল, চতুর্থ সেরা খেলোয়াড় হিসেবে Octate Knights এর খেলোয়াড় অপু বিজয়ের লাল সূর্য্য ছিনিয়ে নেন।

 

 

 

অত্যান্ত আশা উদ্দীপনার ভিতর শেষ হয় বহু প্রতীক্ষিত ঈদ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। পূর্বনিধারিত সময় মতো খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ডেপুটি মেয়র ও বিশিষ্ঠ সংগঠক, ক্যাম্পবেলটাউন কম্যুনিটির আশার আলো মাসুদ খলিলের মুখোমুখি হয় SStv Australia, তিনি বলেন :

 

 

অবশেষে এ সংগঠনের প্রধান আয়োজক ওহিদ বলেন

 

 

সুপ্রভাত সিডনি এ ধরনের সুন্দর একটি সংগঠনের পাশে থেকে আনন্দিত। বিগত দিনে সুপ্রভাত সিডনি Punch turbo Cricket League সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করলে কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করে।

 

Punch-turbo Eid Cup 2024

Punch-turbo Eid Cup 2024

 

সবশেষে সুপ্রভাত সিডনি ও SStv Australiaকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানান সংগঠনের নেতা কর্মীরা।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising