728 x 90

প্রহসন: শ্যামল বণিক অঞ্জন

ধর্ষক আর ধর্ষিতা একই পথে হাঁটে- সাধু ও শয়তানের গায়ে একই নামাবলী থাকে, আদর্শবাদী, আদর্শহীনের বসতি এক ছাদের নীচে! আভিজাত্যের দম্ভে জলের দামে বিক্রি হয় অমূল্য ধন। বাতাসে কান পাতলেই অহর্নিশ শোনা যায়- অগণিত ক্ষুধার্ত মানুষের করুণ আর্তনাদ, যেখানে ভুলুন্ঠিত মানবতা আর মনুষ্য অধিকার, সর্বত্র কেবল হাহাকার অসীম শূন্যতার প্রলাপ। রক্তমাখা ছুঁড়িতে ঘাতকের পৈশাচিক উন্মাদনা-

ধর্ষক আর ধর্ষিতা একই পথে হাঁটে-

সাধু ও শয়তানের গায়ে একই নামাবলী থাকে,

আদর্শবাদী, আদর্শহীনের বসতি এক ছাদের নীচে!

আভিজাত্যের দম্ভে জলের দামে বিক্রি হয় অমূল্য ধন।

বাতাসে কান পাতলেই অহর্নিশ শোনা যায়-

অগণিত ক্ষুধার্ত মানুষের করুণ আর্তনাদ,

যেখানে ভুলুন্ঠিত মানবতা আর মনুষ্য অধিকার,

সর্বত্র কেবল হাহাকার অসীম শূন্যতার প্রলাপ।

রক্তমাখা ছুঁড়িতে ঘাতকের পৈশাচিক উন্মাদনা-

বুভুক্ষু নরখাদকের নখের আঁচড়ে ক্ষত-বিক্ষত জননীর বুক,

এমন বিভৎস কুৎসিত পরিবেশে বেঁচে থাকার স্বপ্ন!

যেন শুধুমাত্র প্রহসনের নামান্তর।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising