তোমার এখন অনেক ব্যস্ততা
ঘর ছাড়া সময়ের বড্ড অভাব,
তীর হারা নদীর স্বভাব।
তুমি স্বার্থপর না; সময় খরস্রোতা
সময় আসলে ধরা ছোঁয়া যায় না
তবে- স্মৃতিপটের আয়না।
পিঞ্জরে আটকানোর নিছক বোকামি
দৌড় ঝাপ, মস্তিষ্কের নিউরন
জমানো কথার মালাবরণ।
কেবল চাহিদাগুলো স্মৃতির পাতায়
প্রকারন্তে বেশ আছে
ছায়া হয়ে কাছে।
তোমার ব্যস্ততা লোভের রেখাপাত
শূণ্য থেকে শিখরে
বেশ মিথ্যে নগরে।
বাস্তবতার চিত্রে ভয়ানক ভয়
পালাবদল ক্ষণিকের জয়
রূপকথার গল্পেই হয়।