একটি ছড়া পাঠিয়ে দিলাম বেতস বনের মাঝে
একটি ছড়া দিই পাঠিয়ে বাংলাদেশের কাজে।
চারটি ছড়া খেলা করে বৃষ্টি ভেজা মাঠে
একটি ছড়ার মন ভালো নেই বিষণ্নতায় কাটে!
একটি ছড়া স্বপ্ন নিয়ে বুকের ভেতর ঘুমায়
একটি ছড়া বাবার মতো আদর করে, চুমায়।
একটি ছড়া মেঘের খামে চিঠি পাঠায় নিতি
সেই ছড়াটি আমার সুরে গায় সে মজার গীতি।
একটি ছড়া বৃষ্টি নামায় খুব অনুরোধ করে
তার কথাতে মুষল বেগে বৃষ্টি শুধুই ঝরে।
সকাল সন্ধ্যা রাত্রি জুড়ে শীতল হাওয়া নামে
সজীবতার পায় যে পরশ শহর নগর গ্রামে।
একটি ছড়া ভদ্র বেশি মুখটা করে নিচু
ব্যাগটা নিয়ে যায় বাজারে আমার পিছু পিছু।
দুষ্টু মিষ্টি একটি ছড়া খিলখিলিয়ে হাসে
একটি ছড়ার ঠাণ্ডা লেগে ভীষণ রকম কাশে।
ছড়াগুলো আমার ছড়া দেখতে পরিপাটি
তাদের কাছে বড্ড প্রিয় দেশমাতা মা মাটি।