728 x 90

মধ্যবিত্তের ঈদ: আসিফ খন্দকার

দ্রব্যমূল্যের চড়া দামে- কষ্টে কাটছে বারো মাস, ঈদের কালেও মলিন হাসি- বুকভরা এক দীর্ঘশ্বাস! গরীবেরা পাচ্ছে দান- ধনীদের নেই অভাব, মধ্যবিত্ত দোটানায় মরে- সম্মান বাঁচানো স্বভাব। প্রতিবেশী হয় প্রতিযোগী- করে বিলাসিতার বড়াই, জীবন বাঁচাতেই মধ্যবিত্তের- হাড্ডাহাড্ডি লড়াই। এখন সময় পাশে দাঁড়াবার- মনুষ্যত্বের এই তাগিদ, সবার মতোই খুশিতে কাটুক- মধ্যবিত্তের ঈদ।

দ্রব্যমূল্যের চড়া দামে-

কষ্টে কাটছে বারো মাস,

ঈদের কালেও মলিন হাসি-

বুকভরা এক দীর্ঘশ্বাস!

গরীবেরা পাচ্ছে দান-

ধনীদের নেই অভাব,

মধ্যবিত্ত দোটানায় মরে-

সম্মান বাঁচানো স্বভাব।

প্রতিবেশী হয় প্রতিযোগী-

করে বিলাসিতার বড়াই,

জীবন বাঁচাতেই মধ্যবিত্তের-

হাড্ডাহাড্ডি লড়াই।

এখন সময় পাশে দাঁড়াবার-

মনুষ্যত্বের এই তাগিদ,

সবার মতোই খুশিতে কাটুক-

মধ্যবিত্তের ঈদ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising