ছেড়ে যাওয়া মানুষটাকে
দু’কদম এগিয়ে দেয়ার মত আনন্দ
আর কি হতে পারে বলো?
যে আনন্দের অতিশয্যে দূরত্ব বাড়িয়েছিলে
কায়মনোবাক্যে ঠিক আমারো প্রার্থনা-
“সে আনন্দ’ই তোমার প্রাপ্যতা হোক!”
শখের ঘুড়িটাকে মায়া কেটে যখন
মহাশূন্যে হারিয়ে যেতে দেখলাম
সেদিন থেকে’ই শিখলাম-
ভালোবাসলেই সবকিছু আটকে রাখা যায় না।
আচমকা নয় বরং সংগোপনে ধিকিধিকি
বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়লে
কেমন লাগে তুমি জান?
দৃশ্যমান হুতাশনে অন্তত পোড়াভিটা-টা থাকে,
কিন্তু প্রবঞ্চণার অনল আঁকরে বাঁচার জন্য
একমুঠো পোড়া মাটিও রাখে না।
নিয়তির দোষেতো আজন্ম’ই কপাল পোড়া
তোমার ভালবাসায় না হয় বুকটাও পুড়লো!