আর তো কিছু নাই দেবার মতো
বাকি ঝুলিতে আমার।
সারাটা জীবন ভিক্ষার ঝুলি কাঁধে
সঞ্চয় করেছি যা একে একে
সবই তো দিয়েছি উজাড় করে
তোমাদের মাঝে ধীরে ধীরে।
এখন যে রয়েছি পরে
শুন্য জীবন নদীর তীরে
পার হবার তরে।
আর তো কিছু নাই দেবার মতো
বাকি ঝুলিতে আমার।
সারাটা জীবন ভিক্ষার ঝুলি কাঁধে
সঞ্চয় করেছি যা একে একে
সবই তো দিয়েছি উজাড় করে
তোমাদের মাঝে ধীরে ধীরে।
এখন যে রয়েছি পরে
শুন্য জীবন নদীর তীরে
পার হবার তরে।