তোমরা বসে আছো সোনা খচিত সিংহাসনে
মধ্যবিত্তের জ্বালা জানে বোঝে কয়জনে।
টিনের ফুটোয় রৌদ্রময় উত্তাপ কেমন
তা তোমরা ভাবতেই পারোনা এসি রুমে সুয়ে
নুন, কাঁচা লংকা, পানতা দিয়ে শ্রমিকের দিন শুরু হয়
আর তোমরা ফ্যাশন আর ফটোসেশান করার জন্য পানতা খাও।
দু’পা যেতে তোমরা হাকাও এসি গাড়ি
আমরা আল্লাহর নাম জপি সিরিয়ালের গাড়ি পুরুক তাড়াতাড়ি।