আজও তুমি বেঁচে আছ হে বিদ্রোহী কবি নজরুল
টানাটানা চোখ তোমার মাথায় বাবরী দোলানো চুল
চিন্তা চেতনা তুমি অবিনশ্বর অমর সাহিত্যের বুলবুল।
তুমি জলন্ত নক্ষত্র পূর্ব দিগন্তের নতুন সূর্যের আলো
তুমি বিদ্রোহী মজলুম জনতার উন্নত মম শির
বল বীর তুমি বাঙালির মনোবল আত্মবিশ্বাসের নীড়।
কারাবরণ করতে রাজি তুমি করনি তবু মাথা নত
তুমি রক্ত ললাটের আগ্নেয়গিরি ইংরেজরাই ভয় পেত।
স্বাধীনতার কবি তুমি তাই লিখেছ মুক্তির জয়গান
সোনালি পাতায় আজও শুনি তোমার অবদান।