বর্ষা এলে আকাশ জুড়ে
কালো মেঘের ভেলা,
অঝোর ধারায় বৃষ্টি পড়ে
বজ্র দেখায় খেলা।
বর্ষা এলে জ্যৈষ্ঠের খরা
প্রশান্তিতে ভরে,
রিমিঝিমি রিমঝিম তালে
বৃষ্টির কণা ঝরে।
বর্ষা এলে ডোবার ধারে
ব্যাঙ-ডাহুকরা ডাকে,
কাশবনের ওই উঁচু ভিটায়
খেঁকশিয়ালরা থাকে।
বর্ষা এলে কবিরা সব
কাব্য-গানে মাতে,
পাখিরা হায়! নিশ্চুপ থাকে
বৃষ্টিভেজা রাতে।
বর্ষা এলে জুঁই, কামিনী
শাপলা, কদম ফোটে,
খোকা-খুকি টক ফল খেয়ে
মুখ ভেংচিয়ে উঠে।