আকাঙ্ক্ষিত বসন্ত: সারমিন চৌধুরী 

যেদিনটা তুমি ছেড়ে চলে গেলে

আমার শহরে শুরু বরফঝরা

ঐদিন জমাট বেঁধে গেল সময়

পথের ধারে ভিড় জমালো অগণিত পথ

থমথমে চারপাশ অচেনা হয়ে গেল

পাখিদের পাখা ভারী হয়ে গেল বরফে

সবই জলবায়ুর জোটবদ্ধ মিছিল

পরিণত করলো চারপাশকে ধবধবে সাদায়

যেন করুণ দূরাবস্থা রুপকথার ছবিটার

শুধু সাদা রং বাকিসব রং অস্তিত্বহীন

একরোখা রাজত্বে প্রতিবাদ তুলে বৃক্ষ দল

ঝাঁকুনি দিয়ে চূর্ণবিচূর্ণ করে কর্তৃত্ব,

এখন আকাঙ্ক্ষিত বসন্তের আসা বাকি;

অপেক্ষা কখন আসবে ফুল ফোটাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *