বর্ষা এলে বৃষ্টি নামে
রিমিঝিমি সূর,
বর্ষা এলে কদম হাসে
হাসে রূপে নূর।
হিজল ফুলের মিষ্টি হাসি
দেখে মুগ্ধ প্রাণ,
কদম ফুলের রূপে গন্ধে
পাগল করা ঘ্রাণ।
বর্ষা এলে বিলে হাসে
সাদা শাপলা ফুল,
বর্ষা এলে সাগর নদীর
জলে ভাসে কুল।
বর্ষা এলে জলে ডুবে
ফুল ফসলে মাঠ,
বর্ষা এলে বৃষ্টির জলে
ভরে পুকুর ঘাট।
বর্ষা এলে বৃষ্টির নিক্কন
থাকে সারাক্ষণ,
বর্ষা এলে বর্ষণেতে
পুলকিত মন।