সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ২০ অক্টোবর রবিবার ২০২৪, সিডনির রকডেলের স্টার বিরিয়ানি রেস্তোরাঁয় বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার একটি আলোকিত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা শাহ মোহাম্মদ ফয়জুল্লাহ। এরপর তিনি অর্থসহ তর্জমা করে একটি হাদীসে কুদসী তুলে ধরেন, যা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের গুরুত্বকে তুলে ধরে।
সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ২০ অক্টোবর রবিবার ২০২৪, সিডনির রকডেলের স্টার বিরিয়ানি রেস্তোরাঁয় বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার একটি আলোকিত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা শাহ মোহাম্মদ ফয়জুল্লাহ। এরপর তিনি অর্থসহ তর্জমা করে একটি হাদীসে কুদসী তুলে ধরেন, যা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের গুরুত্বকে তুলে ধরে। সম্প্রতি সংগঠনের এক সদস্য, মরহুম তাজুল ইসলামের ইন্তেকালে বিশেষ দো’য়া করা হয়, পাশাপাশি বিশ্বের সকল মুসলমানের জন্য দো’য়া প্রার্থনা করা হয়।
সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও গত ৭ বছরের বনভোজন এবং অন্যান্য অনুষ্ঠানগুলোর একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের সনামধন্য বরেণ্য শিল্পী, যিনি ১৯৭১ সালে গানের মহিমায় সাধারণ জনগণকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন—সম্মানিত শিল্পীগুরু আপেল মাহমুদ। তাঁর প্রতিটি শব্দ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা উপস্থিত সকল সদস্য মনোযোগ সহকারে শুনতে থাকেন।
এরপর সংগঠনের দিকনির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা হেসেন আরজু। তিনি বক্তব্য শেষে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের স্পন্সর, বিশিষ্ট কৃষিবিদ আবুল বাসারকে। এরপর আরেকজন প্রতিষ্ঠাতা, মনজুরুল আলম বুলু, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সভা চলাকালীন একটি বিশেষ প্রকল্প (Share a Meal) নিয়ে ছোট একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের দৃঢ় প্রতিশ্রতি ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সবশেষে বক্তব্য রাখেন প্রবীণ সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক, সকলের প্রিয় মুফাজ্জাল ভূঁইয়া। সভা শেষে উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়। পুরো সভাটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে পরিচালনা করেন ড. ফজলে রাব্বী।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *