শোক সংবাদ

সুপ্রভাত সিডনি রিপোর্ট : অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা সংবাদপত্র সুপ্রভাত সিডনির সম্মানিত উপদেষ্টা, সিডনি কম্যুনিটি লিডার, ইউটিএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,গবেষক, লেখক, কলামিস্ট, মানবাধিকার নেতা, শিবলী আব্দুল্লাহ’র মমতাময়ী মা আজ (সকালে ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রবীণ সাংবাদিক ,প্রখ্যাত লেখক, দৈনিক সংগ্রামের সংগ্রামী সম্পাদক আবুল আসাদের শ্রদ্ধেয় স্ত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বেশকিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। সম্প্রতি তাঁর সুযোগ্য ছেলে অর্থনীতিবিদ শিবলী আব্দুল্লাহ ছুটে যান এবং পুরো সময় মায়ের শিয়রে কাটিয়েছেন বলে জানা গেছে। এটাই হচ্ছে প্রবাস জীবন। এক এক করে আমাদের কাছের মানুষগুলো চলে যায়, আমরা বুক ভরা আশা -ভালবাসা নিয়ে ছুটে যাই এক নজর শেষবার দেখার জন্যে।
আল্লাহ পাক মরহুমাকে জান্নাতের উঁচু মোকাম দান করুন, পরিবারের সবাইকে শোক সইবার সবর দান করুন (আমিন )। সুপ্রভাত সিডনি পরিবারের পক্ষ থেকে রইল গভীর সমবেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *