নিশ্চল অন্ধকার: তুহীন বিশ্বাস

পদব্রজে অমীমাংসিত অতীত;

নিশ্চল অন্ধকারে ক্লান্ত পথিক,

জোছনা আর জোনাকির দ্বন্দ্বে-

জীবনচক্র দত্তপুকুর স্টেশনে।

আফসোসটা হতাশার দেয়ালে;

পুরো মানচিত্র অভীষ্টে নিখোঁজ,

স্বপ্নগুলো বিলুপ্ত চোরাবালি গর্তে

ভাগ্যচক্র আত্মঘাতী অনিষ্ট শর্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *