সুপ্রভাত সিডনি রিপোর্ট : অস্ট্রেলিয়ার সিডনী হতে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সুপ্রভাত সিডনী’র প্রধান সম্পাদক, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ইউসুফ শামীম এর বাংলাদেশে আগমন উপলক্ষ্যে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ , সাংবাদিক, ব্যবসায়ীর অংশগ্রহণে এক প্রাণবন্ত সন্ধ্যা কাটলো। বনানীর গোল্ডেন টিউলিপ হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ নাগরিক সংবর্ধনায় অষ্ট্রেলিয়া বিএনপির সাবেক আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ড. কামরুজ্জামান কায়সারের সঞ্চালনায় এ অনাড়ম্বর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের আয়োজক ডক্টর কামরুজ্জামান কায়সার সাবেক ভিপি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সাবেক সভাপতি-জিয়া পরিষদ অস্ট্রেলিয়া, সাবেক যুগ্ম-পরিচালক, বাংলাদেশ ব্যাংক, এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আবু সাঈদ জয়নুল হাদি। নাগরিক সংবর্ধনায় ইউসুফ শামীমকে সুদৃশ্য ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিএনপি রামপুরা থানার যুগ্ম-আহবায়ক নীলুফার ইয়াসমীন নীলু ও কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মিসেস মিতা দত্ত্। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপি নেতা মনজুর সারওয়ার বাবু।
মহতী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসাস এর কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ, প্রফেসর মো: শাহ আলম, -বিটিভি উপস্থাপক ও সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন ঠাকুর, যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব মিসেস হাসিনা আক্তার, যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী অঞ্জনা খাতুন, মালয়েশিয়া প্রবাসী জাতীয়তাবাদী নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ক্রীড়া সম্পাদক নিলুফার ইয়াসমীন নীলু, কোতোয়ালি থানা বিএনপি নেত্রী মিতা দত্ত, ডিএনসিসির সাবেক ওয়ার্ড কমিশনার মিসেস রাবেয়া আলম ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. বেলাল হোসেন। আরো উপস্থিত ছিলেন,অষ্ট্রেলিয়া বিএনপির নেতা লিয়াকত আলী স্বপন, সাবেক উপ-পরিচালক (দুদক) আব্দুল হাই ফারুক, ডাক্তার কুলসুম পারভীন জেসমিন, ডাক্তার মাহমুদা শাহীন, গোলাম মোস্তফা। বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন , রামপুরার জাতীয়তাবাদী নেতা ইকবাল হোসেন রাসেল, জুরাইন বিএনপি নেতা আবুল হাসেম বাচ্চু, পুরাতন ঢাকার ঢালকানগরের জাতীয়তাবাদী নেতা সোহেল মাহমুদ,অস্ট্রেলিয়া বিএনপি নেতা সুমন রানা । বলয় মাল্টি মিডিয়ার স্বত্বাধিকারী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এহসানুল হক সেলিম।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের সকলকে অনুষ্ঠানের আয়োজক তাঁর পক্ষ থেকে শীতকালীন পোশাক উপহার প্রদান করেন।
অতঃপর শীতকালীন পিঠা ও নৈশভোজে আপ্যায়িত করা হয়। খুব কম সময়ে এ ধরনের একটি সুন্দর-সাবলীল জাঁকজমক অনুষ্ঠান করে আগত অতিথিদেরকে চমক লাগিয়ে দেবার জন্যে সকলে ভূয়সী প্রশংসা করেন।