রিমঝিম সন্ধ্যা-
আকাশে হালকা মেঘের ফাঁকে বিদ্যুতের ঝিলিক।
খুব মনে পড়ছে, সেই দিনটার কথা-
কোন এক পড়ন্ত বিকেলে
দেখা হয়েছিল তোমার আর আমার।
দেখাটা সেই দিনই ছিলো প্রথম।
কিন্তু আচরণে মনে হয়েছিলো
দুজন দুজনার চিরদিনের চেনাজানা।
প্রথম চোখ তুলে তাকাতেই
তোমাতে আটকে গিয়েছিলো আমার লাজুক দৃষ্টি।
গভীর আবেগে খুঁজতেছিলাম
প্রত্যাশিত ভালোলাগার নির্ভরতা।
অনুভূতির স্নায়ুগুলি স্তম্ভিত হয়েছিলো
তোমার আন্তরিক ভালোবাসার আবেশে
আমাকে আবদ্ধ করার প্রানন্ত প্রচেষ্টায়।
নিচু মাথায় ভাবনায় ঝড়ো হাওয়ার আনাগোনা।
বারবার মনে হয়েছিলো
আরো আগে কেনো দেখা হলো না।
আমাদের ঘিরে বইছিলো ফাল্গুনী হাওয়া।
প্রকৃতি তার আপন খেয়ালে বুঝে গিয়েছিলো
দুজনার মনে না বলা ভাষার আদি অন্ত।
তাই কোনপ্রকার মেঘের ঘনঘটা ছাড়াই
ভিজিয়ে দিয়েছিল রিমঝিম ধারায়।
অপলক অবলোকনে গভীর অনুসন্ধানে
নিজেদের আবিষ্কারের প্রচেষ্টা।
মুহূর্তের জন্য যেন আমরা-
নতুন ভুবনের ভিন্ন মানুষ।