সুপ্রভাত সিডনি রিপোর্ট :গত শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ আনুমানিক সন্ধ্যা ৬ টায় ঢাকার উত্তরায় সকলের প্রিয় প্রতিবেশী আমাদের বন্ধু মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মতলব (দঃ) উপজেলার পইলপাড়ায় উনার প্রতিষ্ঠিত ইদ্রিসিয়া হাফেজিয়া মাদ্রাসায় নামাজে জানাজা সম্পন্ন হয়।
অস্ট্রেলিয়া মেলবোর্ন প্রবাসী মোহাম্মদ আলীর মৃত্যুতে কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
অত্যন্ত নম্র, ভদ্র ও বন্ধুসুলভ ব্যক্তিত্বের জন্য তিনি ছিলেন সকলের প্রিয়। সমগ্র অস্ট্রেলিয়ার প্রতিটি প্রদেশে মুসলিম উম্মাহর কাছে ছিলেন তিনি একজন জনপ্রিয় ধর্মভীরু মানুষ। ২০১৬ থেকে ২০২০ পর পর দু’বার অস্ট্রেলিয়া বাংলাদেশ ইসলামিক কাউন্সিল (হান্টিংডেল) মসজিদের সভাপতি ছিলেন, এ ছাড়া মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটিতে ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৪ সন্তান রেখে গেছেন। যাদের সবাই হাফেজ এবং আলেম। অস্ট্রেলিয়ার মতো দেশে থেকেও তিনি তার সকল সন্তানদের হাফেজ এবং আলেম বানিয়েছেন।
সুপ্রভাত সিডনির পক্ষ থেকে তার এ অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ্পাক তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন।