সুপ্রভাত সিডনি রিপোর্ট :বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর ২০২৪, বাংলাদেশী কমিউনিটির একটি প্রতিনিধি দল দূতাবাসের নিমন্ত্রণে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শুরুতেই চার্জ দা এফেয়ারস ডঃ দেওয়ান শাহরিয়ার ফিরোজ প্রফেসর শিবলী আব্দুল্লাহর সাম্প্রতিক মাতৃবিয়োগে শোক প্রকাশ করেন। তিনি আব্দুল্লাহ ইউসুফ শামিমের ঢাকা সফরকালে ডিজিটাল সিকিউরিটি এক্টে আটক হওয়ার সংবাদে দুঃখ প্রকাশ করেন। এছাড়া দূতাবাসের বিভিন্ন কার্যক্রমের উপর গণশুনানি ও অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা বাংলাদেশী ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন সার্টিফিকেট প্রদান করবেন বলে মত প্রকাশ করেন। ড. দেওয়ান ও তার টিম ভবিষ্যতে কমিউনিটির সাথে যৌথ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সভায় নিম্মলিখিত বিষয়গুলি প্রস্তাবিত ও আলোচিত হয়
১) ঢাকা – সিডনী – ঢাকা সরাসরি বিমান চালু করা।
২) হাইকমিশনের সার্ভিসের মান উন্নয়ন করা।
৩) হাইকমিশনের কর্মকাণ্ডের উপর অনলাইন ও অফলাইন মতামত প্রদানের (feedback) ব্যেবস্থা করা।
৪) হাইকমিশনের ওয়েব সাইটটি যুগপোযুগী করা।
৫) মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান পদ্ধতি সহজ করা।
৬) জন্ম নিবন্ধন ও এনআইডি প্রদান সহজ করা।
৭) ফেসিস্টের সহযোগীদের ব্যাপারে zero tolerance maintain করা।
৮) হাই কমিশনের ওয়েবসাইট ও ফেইসবুক থেকে বিতর্কিত ছবি, নাম ও তথ্য প্রত্যাহার করা।
এই দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. দেওয়ান শাহরিয়ার ফিরোজ (মিনিস্টার ও চার্জ দা অ্যাফেয়ার্স), জনাব কিরীটী চাকমা (মিনিস্টার ও হেড অফ চেন্সরী) এবং জনাব সালাহউদ্দিন (লেবার কাউন্সিলর)।
বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এই সভায় যোগদান করেন, শিবলী আব্দুল্লাহ (সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশ্ববিদ্যালয় শিক্ষক), আব্দুল্লাহ ইউসুফ শামিম (প্রধান সম্পাদক, সুপ্রভাত সিডনী), প্রফেসর ড. শফিকুর রহমান (হেড, ডিপার্টমেন্ট অফ বিজনেস ও সিনেট সদস্য, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি), মনজুরুল আলম বুলু (প্রতিষ্ঠাতা ও সিনিয়র লিডার, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অব অস্ট্রেলিয়া), মফাজ্জল হোসেন ভুঁইয়া (প্রেসিডেন্ট, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অব অস্ট্রেলিয়া), রাশেদ শ্রাবণ (সিইও, এনটিভি অস্ট্রেলিয়া ও প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাব), সোহেল রানা (ভাইস প্রেসিডেন্ট, কমিনিউটি ইয়ুথ এন্ড সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন), কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, (ভাইস প্রেসিডেন্ট, বিএনপি অস্ট্রেলিয়া), ওয়াহিদুল ইসলাম (প্রেসিডেন্ট, আরাফাত রহমান কোকো স্পোর্টস কাউন্সিল, অস্ট্রেলিয়া) এবং আহসান আজম (কমিনিউটি লীডার)।