728 x 90

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আবারো বাংলাদেশীর মৃত্যু

সুপ্রভাত সিডনি রিপোর্ট : শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে এক বাংলাদেশী দম্পতি ডুবে মারা যায়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। সমুদ্র সৈকতে বাচ্চাদের জীবন রক্ষা করতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তবে, তাদের দুই মেয়ে সুস্থ

সুপ্রভাত সিডনি রিপোর্ট : শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে এক বাংলাদেশী দম্পতি ডুবে মারা যায়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

সমুদ্র সৈকতে বাচ্চাদের জীবন রক্ষা করতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তবে, তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।

নিহতরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন এবং একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে অস্ট্রেলিয়ার ওয়ালপোল শহরে সমুদ্র সৈকতে ৪-৫টি পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। এ সময় সমুদ্রে তাদের দুই বাচ্চা পানির ভাটার টানে ডুবে যাচ্ছিল। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করতে সমুদ্রে নেমে পড়েন স্বপন ও পাপড়ি। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুজন পানিতে ডুবে মারা যান।

এই অকাল মৃত্যুর ঘটনায় সুপ্রভাত সিডনি পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, এমন অকাল মৃত্যুর ঘটনা বাংলাদেশ কমিউনিটিতে ক্রমাগত বেড়েই চলছে। এর সমাধান এখনই ভাবতে হবে, নাহয় কে জানে আরো কত জীবন অকালে ঝরে যাবে।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising