সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ২৯ শে ডিসেম্বর ২০২৪ রাতে হারিয়ে যাওয়া সিডনির মেরিল্যান্ডসের বাসিন্দা মামুনূর রশিদ (টাঙ্গাইল) এর একমাত্র মেয়ে সামিয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ফরেনসিক ডিপার্টমেন্টে লাশ শনাক্ত করতে যায় মরহুমের পরিবার। মেয়েটি হাতে নিজের নাম লিখে রেখেছিলো।
চলন্ত ট্রেনের নিচে পড়ে আত্মাহুতি দিতে গিয়েছিলো বলে সিসিটিভিতে প্রমাণ পাওয়া যায়। ট্রেনের চালক মেয়েটিকে বাঁচাতে ব্রেক করেছিলো এবং ট্রেনের ঘষায় মেয়েটি মারাত্মক আহত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
গত ৬ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার ল্যাকেম্বার বড় মসজিদে জানাজা শেষে রকউড কবরস্থানে দাফন করা হয়।