হঠাৎ যখন আর হবে না দেখা
চক্ষু জলে করবো আমি স্নান,
শিউলি তলে শয়ন পাতি মেলে
পূজার ছলে করবো তোমার ধ্যান।
গাছের শাখে ডাকবে যখন পাখি
বিভাবসু নামবে অস্তাচল,
থমথমে ওই রাতটা গভীর হলে
নিশীত জেগে ফেলবো আঁখিজল।
বসন্তের ওই কোকিল ডাকা সুরে
লিলুয়া বাতাস উড়াই যদি মন,
লোক চক্ষুর অন্তরালে এসে
করবো তোমায় বক্ষে আলিঙ্গন।
আকাশটাকে ঢাকলে বিষাদ মেঘে
ঝিনুক যেমন মুক্তা লুকায় রাখে,
তেমন করে রাখব গভীর বুকে
পুড়ব না আর চোরাবালির দুখে।
ফুল পাখিরা করবে আনাগোনা
নতুন করে বাঁধবো মনের ঘর,
শায়ক ছুড়ে যতই বুকে বাঁধুক
করবো না তো আর কখনও পর।
হঠাৎ যদি হারিয়ে আমি যাই
খুঁজবে আমায় মেঘের এলোকেশে,
জ্যোৎস্না জ্যোতি ছড়িয়ে চারিদিকে
থাকবো আমি চাঁদের হাসি হেসে।