Ramadan Timetable 2025 Australia

পবিত্র রমজানের সময়সূচি ২০২৫ অস্ট্রেলিয়া।

সুপ্রভাত সিডনি রিপোর্ট: সুপ্রভাত সিডনি’র পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের রমজানের প্রীতি ও শুভেচ্ছা।

রমজান হচ্ছে  শান্তি, সহানুভূতি এবং আত্মবিশ্লেষণের সময়। এই পবিত্র মাস আমাদের মানবিকতা ও মহান আল্লাহ্পাকের প্রতি তাকওয়া বৃদ্ধি করতে সহায়ক। চলুন, আমরা সবাই একে অপরের প্রতি দয়া, ভালোবাসা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই। যাকাত আদায় করে অন্যদেরকে সহযোগিতা করি।

রমজান আমাদের হৃদয়ে সৌহার্দ্য ও সংহতির আবহ তৈরি করুক, যেন এই মাসের পাথেয় আমাদের জীবনে প্রতিফলিত হয়। সুপ্রভাত সিডনি’র পরিবারের পক্ষ  থেকে আপনাদের রমজানের শুভেচ্ছা এবং প্রত্যেক মুসলমানের আত্মিক উৎকর্ষ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *