একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিডনির বাংলাদেশ কনস্যুলেটে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফারুক আমিন: গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বিকেলে সিডনি কেন্ট স্ট্রিটে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন শরীফ, বেদ ও বাইবেল, তিনটি পবিত্র ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠের মাধ্যমে বাংলাদেশের বহুধর্মীয় সমাজের প্রতিনিধিত্ব উপস্থাপন করা হয়। এরপর মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রদত্ত বার্তা পাঠ করে শোনান সিডনি কনস্যুলেট কার্যালয়ের কনসাল মোঃ জাহাঙ্গীর আলম খান রানা।

অষ্ট্রেলিয়ায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশ কনস্যুলেটের প্রতি তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এর পাশাপাশি বাংলা ভাষার অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের। কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে আত্মদান করা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন জেরিন আফনান এবং গান পরিবেশন করেন রুমানা হক। আসিফ ইকবাল আবৃত্তি করেন একুশের কবিতা। সব শেষে আয়েশা কলি, নামিদ ফারহান, সালাহউদ্দিন শিপলু এবং লিনটাস পেরেইরার দলীয় অংশগ্রহণে উপস্থিত দর্শকদের সামনে দেশের গান গেয়ে শোনায় করে সিডনির সুপরিচিত এবং জনপ্রিয় সাংস্কৃতিক গোষ্ঠী চারু গানের দল। অনুষ্ঠানে বিভিন্ন বাংলাদেশী সমাজকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *