সম্পাদকীয়

সাধারণ জনগণের বিপুল আত্মত্যাগের বিনিময়ে এবং উত্তাল গণঅভ্যুত্থানের পরিণতিতে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন এবং বাকশালীদের পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব এসেছে প্রায় সাত মাস হতে চললো, কিন্তু এখনো দেশে স্থিতিশীলতা আসেনি। বরঞ্চ নতুন নতুন সমস্যায় বাংলাদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা। দ্রব্যমুল্য থেকে আইন শৃংখলা পরিস্থিতি, একটি স্বাভাবিক সমাজে নাগরিকদের যে প্রত্যাশাগুলা থাকে, সব কিছুই একটি অনিশ্চয়তাপূর্ণ পরিস্থিতিতে চলমান। বিগত ফেব্রুয়ারী মাসে আমরা দেখেছি সারা দেশজুড়ে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের ঘটনা নিয়ে জনমনে বিপুল শংকা ছড়িয়ে পড়ছে। এই শংকা এবং অনিশ্চয়তার আগুনে পেট্র্রোল ঢালার জন্য দেশে ও দেশের বাইরে আওয়ামী সমর্থক লোকজন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘ ষোল বছর লুটতরাজ চালানোর পর ক্ষমতা হারিয়ে তারা এখন উন্মাদে পরিণত হয়েছে। বাংলাদেশের যে কোন দুর্ঘটনা কিংবা খারাপ খবরকে তারা হনুমানের মতো দল বেঁধে লম্ফঝম্ফ করে উদযাপন করতে উদগ্রীব। অন্যদিকে সাধারণ মানুষের চাওয়া হলো একটি স্থিতিশীল পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকারের পুনপ্রতিষ্ঠা এবং সুষ্ঠ মানবাধিকারের চর্চা।

মানবাধিকার প্রসঙ্গ বিবেচনা করতে গেলেও বাংলাদেশ এখনো সন্তোষজনক মাত্রায় পৌছতে পারেনি। যদিও স্বৈরাচারী হাসিনার আমলের মতো গণহারে বিরোধীদের দমন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মহামারি অন্তত থেমেছে। কিন্তু ফেব্রুয়ারী মাসেই আমরা ঢাকার মোহাম্মদপুরে একটি বন্দুকযুদ্ধে দুইজনের নিহতের ঘটনা এবং কক্সবাজারে জনতার সাথে সংঘর্ষে সামরিক বাহিনীর হাতে একজন মানুষের নিহত ও অন্য আরেকজনের নির্যাতনের শিকার হওয়ার ঘটনা দেখেছি। বাংলাদেশের জন্য এসব ঘটনা অশনি সংকেতের মতো। শেখ মুজিবের প্রবর্তিত সেই পচাত্তরপূর্ব সময়কালের স্বৈরাচারী চর্চা এবং পরবর্তীতে ফ্যাসিবাদী হাসিনা কর্তৃক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া অমানবিক সংস্কৃতি থেকে যে কোন মূল্যে বাংলাদেশকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। অন্যথায় বাংলাদেশের সমাজের কোন সুস্থ ও সুষ্ঠ পরিবর্তন কখনোই হবে না।

ভাষা আন্দোলনের মাস এ ফেব্রুয়ারীতে উদ্বোধন হলো সুপ্রভাত সিডনির নতুন ওয়েবসাইট। সুপ্রভাতের সেই পরিচিত এবং নিজস্ব ওয়েব ঠিকানাতেই (www.suprovatsydney.com.au) নতুন আঙ্গিকে এবং আধুনিক নানা সুযোগ সুবিধা নিয়ে এ ওয়েবসাইটটি প্রকাশ করা হয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার বাংলাভাষী কমিউনিটি পত্রিকা হিসেবে সুপ্রভাত সিডনি প্রকাশিত হয়ে আসছে। বর্তমানে এ দেশে এটিই একমাত্র কাগজে প্রকাশিত নিয়মিত মাসিক পত্রিকা। আমরা আশা করি আমাদের ওয়েবসাইটের নতুন রুপ পাঠকদের কাছে সমাদৃত হবে। আমরা আমাদের পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের পরামর্শ অনুযায়ী ওয়েবসাইট ও পত্রিকার মানোন্নয়ন করতে আগ্রহী। আপনার যে কোন পরামর্শ, মন্তব্য বা সমালোচনা আমাদেরকে ইমেইলে লিখে পাঠান। পাশাপাশি আমাদের পাঠকদের লেখা ছাপাতেও আমরা উৎসাহী। আপনি যদি সুপ্রভাত সিডনিতে লিখতে ইচ্ছুক হন, তাহলে পত্রিকার প্রথম পাতায় এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত ঘোষণাটি দেখুন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কমিউনিটি এবং বিশ্বব্যাপী পাঠকদের সেবায় আমাদের সাথে থাকার জন্য সুপ্রভাতের সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের জন্য শুভেচ্ছা রইলো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *