সুপ্রভাত সিডনি রিপোর্ট: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া গত ১৫ মার্চ সিডনির রিভিসবির একটি হলরুমে এক সুন্দর ও ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করে। এ আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের অংশ হিসেবে বিশেষ ধর্মীয় আলোচনা ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ-মাওলানা-মুফতি মুদ্দাসসির মাহমুদ, যিনি পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিশুদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের মনোমুগ্ধকর কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
রেমিয়ানস অস্ট্রেলিয়ার সভাপতি ড. মোহাম্মদ শাহরিয়ার ইফতার মাহফিলের সফল আয়োজনের জন্য সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “রেমিয়ানস অস্ট্রেলিয়া শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। এই ধরনের আয়োজন প্রবাসে আমাদের ঐক্য আরও দৃঢ় করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বাড়ায়। ভবিষ্যতে আমরা আরও বেশি সামাজিক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে আমাদের এই বন্ধনকে আরও শক্তিশালী করবো, ইনশাআল্লাহ।”
আয়োজনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলে একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে করা হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।