সুপ্রভাত সিডনি রিপোর্ট: প্রথমবারের মতো ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (DCAAA) উদ্যোগে এক মিলনমেলা হিসেবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ২০২৫, সিডনির ইঙ্গেলবার্নের মেজবান রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও নৈশভোজ উপভোগ করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের সম্মানিত সদস্য সৈয়দ আকরাম উল্লাহ। এতে অংশগ্রহণ করেন DCAAA-র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আরিফ ইসলাম, সেক্রেটারি মাহমুদ, সদস্য নিয়ামুল খান, মাহমুদুল হাসান ও ফকির আকরামসহ ঢাকা কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯৭০-এর দশক থেকে শুরু করে ২০২০-এর দশকের প্রতিনিধিত্বকারী সদস্যরা এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
সংগঠনের সেক্রেটারি মাহমুদ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং পরিবারসহ এ আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DCAAA) প্রথমে একটি ফেসবুক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি নিউ সাউথ ওয়েলস (NSW) অঙ্গরাজ্যে নিবন্ধিত একটি অলাভজনক সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা আড়াইশরও বেশি। DCAAA শুধুমাত্র ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই নয়, বরং স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি সামাজিক উদ্যোগগুলোর প্রতি উৎসাহ প্রদান করবে বলে আশাবাদী আয়োজকরা।