ফাগুনের উচ্ছল রোদের বুকে
গুনগুনিয়ে নামে মৌমাছির কামুক মিছিল,
নেই জরাজীর্ণতা নতুন পাতার সম্ভারে
পোয়াতি ফুলের হাসি ছড়ায় মাতাল সৌরভ।
ইচ্ছেরা বাঁধাহীন উড়ে যায় প্রজাপতির ডানায়
কোকিল পাপিয়ার কণ্ঠে বাজে প্রণয়ের গান।
আহা! কী অদ্ভুত প্রাণের জাগরণ
প্রকৃতির বুকে উন্মাতাল ঢেউ
চারিদিকে মৃদুমন্দ বাতাস, অদ্ভুত শিহরন
লাল হলুদ আভা ছড়ায় ফাগুনের আভরণ।
উন্মত্ত যুগল মুখোমুখি বসে একান্ত অভিসারে
চোখে চোখ রেখে পাড়ি দেয় স্বপ্নিল শহর।
একদিন এই শহরে তুমি বসন্ত হয়ে এসেছিলে,
তোমার বুকে ছিল পাহাড়ি ঝরণার গান
দুচোখে ছিল ঝলমলে নক্ষত্রের রাত
শহরের অলিগলি ছিল তুমিময় কাব্য-কানন।
আজ গল্পগুলো রংহীন অসমাপ্ত পাণ্ডুলিপি
আজ তুমি নেই- আমার শহরে বসন্তও নেই।